অধ্যাপক শামসুল হুদা লিটনঃ গাজীপুরের কাপাসিয়ায় কোভিট -১৯ এর টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্ দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাংবাদিক মজিবুর রহমান মিলন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন টিকা গ্রহন করেন।
টিকাদান প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলায় টিকার প্রথম পর্যায়ের ডোজ প্রদান শেষে করোনার টিকার দ্বিতীয় ডোজ হিসাবে শুরু হয়েছে। যাঁরা ২৮ দিন আগে টিকা গ্রহন করেছিলেন শুধু তাদের প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ টি বুথে দুজন দক্ষ স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবককে নিয়োগ দেওয়া হয়েছে।