অধ্যাপক শামসুল হুদা লিটনঃ সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে ‘মাস্ক পরার অভ্যেস করোনমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড -১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে জনসচেনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে, সচেতনতামূলক র্র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ( ৬ এপ্রিল ) দুপুরে থানার সামনে থেকে একটি সচেতনামূলক র্র্যালী কাপাসিয়া বাজারের বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ ও সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কালিগঞ্জ সার্কেল এর দায়িত্বে নিয়োজিত এডিশনাল এসপি ফারজানা ইয়াসমিন সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করলে মাস্ক পরিধান না করলে সংক্রমণ রোগ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন । উপজেলার সদরের প্রতিটি যানবাহনে গাড়ি থামিয়ে যাত্রী ও পথচারী ব্যবসায়ীদের কে সচেতন এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় করোনার সংক্রমণ প্রতিরোধ এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জোর দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ,অফিসার ইনচার্জ (তদন্ত )মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ (অপারেশন)শেখ আমিরুল ইসলাম সহ থানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।