শামসুল হুদা লিটনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ‘ ক ‘ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পতাকা অঙ্কন করে প্রথম স্থান অর্জন করেছে উপজেলার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাইয়ারা জান্নাত লাবিবা।
১৭ মার্চ কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সানজিদা আমীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমা, রাফিয়া সুলতানা প্রমূখ। তাছাড়া ক গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কাপাসিয়া কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট এর শিক্ষার্থী আফরা জাহান, তৃতীয় হয়েছেন হরিমন্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারদিয়া সেন।
খ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কাপাসিয়া কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার প্রথম, রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিনা আক্তার যুথি দ্বিতীয় ও হিজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিয়াদ আহমেদ তৃতীয় স্থান অর্জন করেছেন।
সাইয়ারা জান্নাত লাবিবা বিশিষ্ট সাংবাদিক ও তারাগজ্ঞ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল হুদা লিটন এবং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটির ছোট্ট মেয়ে। সে সকলের দোয়া প্রার্থী।