ওমর ফারুক: গাজীপুরের কাপাসিয়ায় প্রাণীসম্পদ অধিদপ্তরের ( মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়) সার্বিক তত্ত্বাবদানে আমরাইদ বাজারে কাঁচা ঘাসের বাজার উদ্বোধন করেন বঙ্গতাজ কন্যা জনাব, সিমিন হোসেন রিমি এমপি।
এসময় উপস্থিত পাঁচ শতাধিক ডেইরী খামারিদেরকে তিনি নেপিয়ার ঘাস চাষে উদ্ভোদ্য করেন, এবং গো-খাদ্য হিসেবে গরুকে তুলা না খাওয়ানোর পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন, গাজীপুর জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশাহ। তিনি খামারীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. উকিল উদ্দিন, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডা. রাসেদুজ্জামান মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আশরাফ, গাজীপুর জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সাহিন,কাপাসিয়া শাখার সভাপতি কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান প্রধান, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান।