কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রবিবার দুপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার হাজার করোনা ভাইরাসের ভ্যাকসিন রয়েছে। প্রথমে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাজ্জাক মাহমুদ এছাড়া ডাঃ দেবব্রত রায়, ডাঃ কুহু মুৎসুদ্দি ডাঃ জোবায়দা হাসিনা, রওশন নজরুল, শহিদুল্লাহ, ব্রজানন্দ গোপাল, দিলরুবা আক্তার, ও শরীফ আহসান। কালিয়াকৈর উপজেলা প্রথমবারের মতো নয়জনকে টিকা প্রদান করা হয়েছে।
প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল বেলাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ অনেকেই।