মাহাবুর রহনান: গাজীপুরের কাপাসিয়ায় কর্মরত সাংবাদিক মাসুদ পার্ভেজ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল তিন টায় প্রেসক্লাবের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকেরা এ মানববন্ধনের আয়োজন করেন।
সাংবাদিক মাসুদ পারভেজ চৌধুরী বিজয় টিভি’র কাপাসিয়া উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্গদিন ধরে কর্মরত আছেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা ১৪ দিনের মধ্যে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্তের দাবি করেন বক্তারা।
সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সঞ্জীব কুমার, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, বেলায়েত হোসেন শামীম, গোলাম সারোয়ার, আব্দুল কাইয়ুম, শাকিল হাসান,শফিকুল আলম সবুজ, সিপিবি নেতা জাহানঙ্গীর আলম ও পরিবারের পক্ষথেকে বক্তব্য রাখেন নূরুল হাসান ভুঁইয়া প্রমূখ।
এসময় কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।