কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামে গরুচুরি হাওয়ার ঘটনায় থানায় অভিযোগ করার দুই মাস কেটে গেলেও এখনো পর্যন্ত ব্যবস্থা নেননি পুলিশ। অভিযোগকারী জানান, দুই মাস আগে অভিযোগ দিয়ে পুলিশের দারে দারে ঘুরছি তবুও কোন বিচার পাইনি। অভিযোগ সূত্রে জানাযায়, গত দুই মাস আগে ১৫ই অক্টোবর ২০২০ ইং তারিখে উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব এলাকার সিরাজুল ইসলামের ছেলে মাহামুদ হোসেন শিশির(২৩) নামের এক ব্যাক্তির দুই লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি করে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে বরাব এলাকায় গরু চুরির ঘটনায় অভিযোগ দেয়ার দুই মাস কেটে গেলেও ব্যবস্থা নেননি পুলিশ
একই রাতে ওই এলাকার ইলিসা হোসেন নামের এক ব্যক্তির ঘরে তালা দিয়ে দুই লক্ষ টাকা মূল্যের দুইটি গরু চুরি করে দুর্বৃত্তরা। এসময় টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে এবং খুজখোজি কর। তবে ধরা ছুঁয়ার বাইরে থাকে গরু চুর বাহিনীর সদস্যরা। এঘটনার পর চলতি মাসের ২৩ অক্টোবর ২০২০ ইং তারিখে ওই এলাকার এমদাদ হোসেন নামের এক ব্যক্তির বাড়ীর গেটের তালা কেটে গরু চুরি করার সময় তারা টের পেয়ে যায়। এসময় লাইটের আলোতে স্পষ্ট ভাবে গরু চুর দলের তিন সদস্যকে দেখতে পায়। এদের মধ্যে একজন ছিলেন বরাব এলাকার ফালু মিয়ার ছেলে অনিক মিয়া (২০)। তাদের ধারণা অনিকের সহায়তায় গরু চুরের দলটি অগ্রসর হয়। এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মাহমুদ হোসেন শিশির। তবে শিশিরের অভিযোগ ঘটনার দুই মাস কেটে গেলেও তার দেয়া অভিযোগের কোন ব্যবস্থা নেননি থানা পুলিশ।
অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই তোফায়েল জানান তদন্ত করে দেখিছি। ওই ছেলেটির বয়স কম সে এসবের সাথে যুক্ত না। শত্রুতা করে তাকে ফাঁসানো হচ্ছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান আমি পরে আপনার সাথে এ বিষয়ে কথা বলব।