মাহাবুর রহমান: স্ব-অর্থায়নে এক হাজার পরিবারকে কম্বল দিলো মেম্বার কবির।
টানা দুইবারের নির্বাচিত মেম্বার শফিকুল ইসলাম কবির। এবারও মেম্বার প্রার্থী।
নিজের নির্বাচনী এলাকার মানুষগুলোর খোঁজখবরও রাখছেন মিয়মিত। করোনা মহামারির মাঝেও সাধ্য মতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে শফিকুল ইসলাম কবির সংখ্যালঘু ও দরিদ্র এক হাজার পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসাবে বিতরণ করেছেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসাড়া মেম্বারের নিজ বাড়ি থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন।
তার নির্বাচনী এলাকা ১নং ওয়ার্ড উলুসাড়া, ভেংঙ্গুদী, পুবাইল ও টোক নগর গ্রামের প্রতিটি ঘরে শীতবস্ত্র কম্বল পৌঁছে দিয়েছেন এবং সকলের কাছে দোয়া’র আবেদন করেন।
এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকারও বেশি খরচ হয়েছে বলে জানান শফিকুল ইসলাম কবির মেম্বার।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকা উলুসাড়া, ভেংঙ্গুদী, পুবাইল ও টোক নগর গ্রামের দরিদ্র, অসহায় সম্বলহীন ও সংখ্যালঘু প্রায় এক হাজার পরিবারের প্রতিটি ঘরে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসাবে কম্বল পৌঁছে দিয়েছি।