Breaking News
Home / সারাদেশ / বৃদ্ধা বকুল মন্ডল পরিবারকে প্রাণনাশের হুমকী, থানায় জিডি

বৃদ্ধা বকুল মন্ডল পরিবারকে প্রাণনাশের হুমকী, থানায় জিডি

গতকাল বৃহস্প্রতিবার বিকেলে বৃদ্ধা বকুল মন্ডল ও তার পরিবারের লোকজনকে স্থানিয় একদল সন্ত্রাসী প্রকাশ্যে প্রাণনাশের হুমকী দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধার পরিবার সন্ত্রাসীদের ভয়ে আতংকে রয়েছেন। এ ঘটনায় বৃদ্ধা বকুল মন্ডল বাদী হয়ে আজ শুক্রবার থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নং ১১৮৮, ঘটনাটি ঘটেছে খুলনা জেলার পাইকগাছা থানার আমুরকাটা এলাকায়।

বকুল মন্ডলের ছেলে বজেন্দ্র জানান, খুলনা পাইকগাছা থানার পূর্বদিঘা গ্রামের অমল বাহার আমার বৃদ্ধা পিতা বকুল মন্ডলের নিকট থেকে তিন বছর চুক্তিতে মাছ চাষের জন্য ৮বিঘা জমি লীজ নেয়। চুক্তিমোতাবেক লীজের টাকা প্ররিশোধ না করায় নোটারী পবিলিক করে লীজের চুক্তি বাতিল করেন বাবা বকুল মন্ডল। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে অমল বাহারের পুত্র পঙ্কজ বাহার,পারিশামারী গ্রামের প্রসেনজিৎ ঢালী ও পশ্চিম কাইনমুখী এলাকার বাদশা সর্দারসহ ভাড়াটিয়া ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ আমার বাড়িতে এসে ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকী দিয়েছে।

পাইকগাছা থানার ওসি ইজাজ সফি জিডি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের হবিগঞ্জ জেলা কমিটি গঠন

শামসুল হুদা লিটনঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর হবিগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published.