কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বংশী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের দায়ে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই সাইফুল হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।
সূত্রে জানাযায়, উপজেলার বড়ইতলী এলাকায় ঐতিহ্যবাহী বংশাই নদী থেকে বালু উত্তোলন করার জন্য অবৈধ ড্রেজার বসিয়েছিল শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই সাইফুল হোসেন। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে নিষেধ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।