Breaking News
Home / Uncategorized / কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সাথে মতবিনিময়

কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সাথে মতবিনিময়

মাহাবুর রহমান : গাজীপুরের কাপাসিয়া থানার নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সাংবাদিকদের সাথে।

উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন কাপাসিয়া থানা পুলিশ।

মঙ্গলবার সকালে মুক্ত আলোচনার মাধ্যমে সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় তোলে ধরেছেন সাংবাদিকেরা।

এসময় সদ্যযোগদান কারি নবাগত ওসি মো. আলম চাঁদ উপস্থিত সাংবাদিকদের করা তথ্যমূলক প্রশ্নের জবাব দেন।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শহরের যানজট নিরসন ও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদের সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ, সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নুরুল আমীন সিকদার, ইত্তেফাকের আসাদুজ্জামান সাদ , আমাদের সময়ের জাকির হোসেন কামাল , মানবজমিনের মজিবুর রহমান মিলন, সংবাদ প্রতিদিনের সবিকুল ইসলাম সবুজ , সমকালের আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের শেখ সফিউদ্দিন জিন্নাহ, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, যায়যায়দিনের শাকিল হাসান, আলোকিত নিউজের মাহাবুর রহমান, মাই টিভির মজিবুর রহমান, ভোরের পাতার আসাদুল্লাহ মাসুম , জাগরণী টিভির সাইদুল ইসলাম রনি, বার্তা২৪.কম মাহমুদুল হাসান, তৃতীয় মাত্রার এস এম লবিব,খোলা কাগজের শরিফ সিকদার, সময়ের আলোর শামীম শিকদার প্রমুখ।

About admin

Check Also

কাপাসিয়ায় সিংহশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে মজিবুর রহমান মিলন

অধ্যাপক শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published.