মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ৬ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকমির্গন বিক্ষোভ মিছিলে অংশ নেয়। অপরদিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।