গতকাল বিকেলে উপজেলার কপালেশ্বর গ্রামের লেহাজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা তার নাতি জুয়েল স্ত্রীকে নিয়ে বাড়ির পাশে টেকে ঘুরতে যায়। এসময় স্থানীয় এক মাদক ব্যবসায়ী তার দুই সহযোগীর সহযোগিতায় জুয়েলের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তখন তার স্বামী জুয়েল বাধা দিলে তাকে কুপিয়ে ছিনিয়ে নেয়। পরবর্তীতে বাড়িতে সংবাদ দিলে বাড়ির লোকজন এসে জুয়েল স্ত্রীকে উদ্ধার করে।
এই ঘটনা গতকাল রাতেই কাপাসিয়া থানায় তিন জনকে আসামী করে ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে। আজ দুপুরে ২ নং আসামী কপালেশ্বর গ্রামের শহীদুল্লাহর পুত্র আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।