আশিকুর রহমান, কালিয়াকৈরঃ প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন মূল্যক কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। যতটুকু সামার্থ আছে ততোটুকু দিয়ে মসজিদ মাদ্রাসার ও এতিম খানার উন্নয়নে কাজ করতে চাই। এতিম শিশুদের জন্য কিছু করতে পারলে নিজের জীবন সার্থক হবে বলে জানান কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইপাড়া উলুসারা উত্তর পাড়া এলাকার উলুসাড়া হিফজুল কোরআন কাওমি মাদ্রাসায় উদ্যোগে পবিত্র কোরআন শরিফের সবক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বলেছেন। বক্তব্যকালে তুষার আরও বলেছেন, আমি নিজে থেকে খোজে বেড়াই কোথায় এমন একটি মসজিদ, মাদ্রাস, এতিমখানা আছে যেখানে আমি উন্নয়ন কাজে অংশ নিতে পারি। সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সব সময় থাকব।
এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর আজিজুল হক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, প্রফেসর আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ইসমাইল হোসেন, মোল্লাবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক হাসেম মন্ডল, উলুসাড়া পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি বজলুর রহমান, রফিক দেওয়ান প্রমুখ।