নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজুর বড় ছেলে জাহিদ হাসান দিপুকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য হামলা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, যাদবপুর ইউনিয়নের গাবতলি এলাকায় দিপু নিজের ব্যবহৃত গাড়িটি রেখে চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় দুর্বৃত্তরা দলবেধে পূর্ব পরিকল্পিত ভাবে কথা কাটাকাটির পরিবেশ সৃষ্টি করে। এদিকে পূর্বে থেকে উৎ পেতে থাকা অস্ত্রধারি সন্ত্রাস বাহিনী রেজুয়ান, আলমগীর, সজীব, সিহান, সালাম, আঃ করিম, জাহাঙ্গীর, রুবেল, এমরান, আনোয়ার সহ ২০/২৫ জনের একটি দল দিপুর উপর হামলা করে। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে করেই দিপুর মাথায় চাপাতি দিয়ে আঘাত করে ও বেধম মারধর করে। পরে দিপু অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে সন্ত্রাসীরা দিপুকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করে। পরে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। এব্যপারে দিপু বলেন, আমরা সারাজীবন মানুষের পাশে থেকে উপকার করেছি। এরকম ভাবে কেউ আমাকে হত্যার চেষ্টা করবে কল্পনাও করিনি।
Check Also
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের হবিগঞ্জ জেলা কমিটি গঠন
শামসুল হুদা লিটনঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর হবিগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …