আশিকুর রহমান, কালিয়াকৈরঃ সারাদেশ ধর্ষণ, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ একতা যুব সংঘের উদ্যোগে
মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার সফিপুর বড়ইবাড়ি সড়কের পাশে এ কর্মসূচি পালিত করা হয়েছে। কালিয়াদহ একতা
যুব সংঘের ত্যাগী সদস্য সৌরভের উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়।
কালিয়াদহ একতা যুব সংঘের সভাপতি লুৎফর হোসেন বলেন সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষকদের বিচারের দাবীতে আমরা মোম বাতি জালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।
সরকারের কাছে আমাদের দাবী ধর্ষনকারীদের যেন উচিৎ সাজা প্রদান করা হয়। ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকেই এগিয়ে আসতে হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আবুল হোসেন, রাব্বি, খোকন, আজিজুল ইসলাম অলিন, লিওনসহ সংঘঠনের অন্যান্য সদস্যবৃন্দ।