আশিকুর রহমান, কালিয়াকৈরঃ পরিবেশের সুন্দর্য্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় বিডি ক্লিন মহৎ কাজ করে যাচ্ছে বলে জানালেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার। শুক্রবার বিকেলে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বিডি ক্লিনের সদস্যদের সাথে অংশগ্রহণ কালে তিনি এসব কথা বলেছেন।
তুষার আরও বলেছেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী দল হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। এটি অত্যান্ত ভালো ও মহৎ একটি কাজ। ভবিষ্যতে দলটি যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমি সবসময় তাদের পাশে থাকব। বিডি ক্লিন পরিবারের সদস্যরা স্বচ্ছ মন নিয়ে পরিবেশ পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বচ্ছতায় কাজ করে যাচ্ছে তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই। বিডি ক্লিন পরিবারের সকলের সাথে পরিচিত হয়ে আমি খুবই আনন্দিত। এমন মহৎ কাজে আমি সবসময় পাশে থাকব।
মতবিনিময় শেষে বিডি ক্লিনের শপথ পাঠ করেন তুষার। পরে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের চারপাশে পরিষ্কার পরিচ্ছনতা অভিযানে যোগদান করেন মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার। এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক ইশতিয়াক আহম্মেদ, সহ-সমন্বয়ক কাউসার মাহামুদ রবিন, আইটি সমন্বয়ক নাবির আহম্মেদ, লজিস্টিক সমন্বয়ক মেহেদি হাসান প্রমুখ।