Breaking News
Home / কালিয়াকৈর / পৌরবাসীর সাথে মত বিনিময় করলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষারের

পৌরবাসীর সাথে মত বিনিময় করলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষারের

আশিক রহমান, কালিয়াকৈর প্রতিনিধিঃ আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর এলাকার জনগনের সাথে মত বিনিময় ও আলোচনা করলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার।

শুক্রবার বিকেলে পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া মহল্লায় নাগরিক সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার।

আলোচনা সভায় তুষার বলেন, আমার প্রাণ প্রিয় কালিয়াকৈর পৌরবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আপনাদের সন্তান, সকলেই আমার জন্য দোয়া করবেন। পৌরবাসীর সুখে দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি। উচ্চ বংশের সন্তান হিসেবে নয় সাধারণ মানুষের হয়ে নির্বাচনে লড়াই করতে চাই। আসন্ন পৌর নির্বাচনে আমার অভিবাবক হিসেবে আমি আমার প্রিয় পৌরসভার সাধারণ জনগণদের পাশে চাই।তুষার আরও বলেন, বাঙ্গালী জাতির গর্ব জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের সেবা করতে রাজপথে নেমেছি। মৃত্যুর আগে মূহুর্তে পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজপথে লড়াই করব ইনশাল্লাহ। শত বাধা কাটিয়ে লক্ষে পৌছাব। পৌর এলাকার সাধারণ জনগণের উন্নয়নে সর্বদা কাজ করেছি ভবিষ্যতেও করে যাবে এটাই অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আদম আলী, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির সিকদার বিপুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

About admin

Check Also

মিলাদ মাহফিলে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী পনির দেওয়ান

কালিয়াকৈর প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেওয়ান মাহাবুবুর …

Leave a Reply

Your email address will not be published.