কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের আহবান জানিয়েছেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার সভাকক্ষে আসন্ন কালিয়াকৈরে পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এদাবী জানান।
তিনি আরও বলেছেন পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রযুক্তি নির্ভর আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পৌর সভায় মেজিষ্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন,কারিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোঃ ফারুক, চ্যানেল২৪এর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম খান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমূখ।
এসময় সাংবাদিক,পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।