সোহেল রান,নিজস্ব প্রতিবেদকঃএকটি গাছ কাটার আগে,তিনটি গাছ রোপণ করুন।আপনার পরিবারকে সুস্থ রাখতে বেশি করে ঔষধি গাছ লাগান এই স্লোগানে
গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ডের খাইলকুর এলাকাবাসীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।
১৬ সেপ্টেম্বর বুধবার সকালে ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে,বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য,আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল(কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন) এর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে ৩০০ শত ফলজ ও বনজ চারা বিতরণ করেন এবং কাউন্সিলর নিজেও বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে।
এ সময় কাউন্সিলর মামুন মন্ডল নতুন প্রজন্ম কে বাস যোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে ও বিভিন্ন প্রকার খরা দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাই কে কমপক্ষে তিনটি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহবান জানান।এ ছারাও আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি যদি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারেন তাহলে গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ড কে,ঘুষ দুর্নীতি, মাদক সন্ত্রাস মুক্ত,শিক্ষা সমৃদ্ধ, শিল্পবান্ধব পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক সবুজ শহর গড়ে তুলার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গাজীপুর নিউজ২৪/এস এস