কত সহস্র ঠিকানা সত্ত্বেও
আমি রোজ চিঠি লিখি
তোমার ঠিকানায়!
কত শত আনন্দকে না খুজেঁ
আমি তোমার কাছে যাই
অথচ তুমি
যন্ত্রণাই দিয়ে গেলে কেবল!
খোলা আকাশ থেকে
মুখ সরিয়ে
আমি বন্দি হতে চাই
তোমার মনের বন্ধ খাঁচায়।
শত প্রাপ্তির পরেও
আমি তোমার আশায় থাকি
প্রাপ্তির অশেষ ভাবনায়।
তোমায় না পাবার অস্থিরতায়
বুকে বেদনার মেঘ জমে
বৃষ্টি হয়ে ঝরে
চোখের কোণে!
আমৃত্যু ভালোবাসার পরশ পেতে
তোমার কাছে চাই একটু আশ্রয়।
দেবে কি আমায়
তোমার বুকে ঠাই?
একটুখানি ভালোবাসার আশ্রয়।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ