সোহেল রানা,নিজস্ব প্রতিবেদকঃগাজীপুর জেলার কাপাসিয়া থানার বড়টেক এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ১টি সিএনজি সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প।
২৪ আগস্ট রবিবার সকাল সাড়ে নয়(৯)টার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বি- বাড়িয়া জেলার সদর থানার বাটপাড়া গ্রামের মৃত আবু শামার ছেলে মোঃ লোকমান মিয়া(৩৮), একই থানার একই গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে মোঃ
মমিন মিয়া(২৮) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার শাহেরচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ নজরুল ইসলাম(৩২)।
র্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি,বিএন) জানান,গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন বি-বাড়িয়া হতে গাঁজার একটি বড় চালান গাজীপুর জেলার কাপাসিয়ার দিকে যাইতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট সকাল ০৯ টা ৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বড়টেক সাকিনস্থ জনৈক কাজল সরকারের বাড়ির সামনে বড়টেক পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উল্লেখিত ৩ জন আসামী কে গ্রেফতার করতে সক্ষম হই এসময় তাদের কাছ থেকে ২৪(চব্বিশ) কেজি গাঁজা, ০১(এক) টি সিএনজি, নগদ ৪,২০০(চার হাজার দুইশত) টাকা এবং ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে
দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া উক্ত সিএনজি যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর নিউজ২৪/এস এস