ঘুরে দাঁড়াও কিশোর তুমি
বয়স তোমার কম
নেশার জগৎ ভালো না রে
ফুরিয়ে আসে দম।
শরীরে তোমার তাজা রক্ত
বুদ্ধিহীন টগবগে তরুণ
সঙ্গ দোষে লোহা ভাসে
না বুঝলে হবে করুণ।
কোমল হৃদয়ে কোমল প্রাণ
দীর্ঘ তোমার শ্বাস
যৌবন আসার আগেই কেন
নিজেকে করছো সর্বনাশ।
দাদার সাথে পাল্লা দিয়ে
টানো যদি বিড়ি
কেমনে তুমি পাড়ি দিবে
শিক্ষাঙ্গনে শিক্ষার সিঁড়ি।
আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াও যুবক
ডাস্টবিনে ছুড়ে মারো নেশা
প্রমাণ তোমাদেরই করতে হবে
সঙ্গ দোষে বাসতে পারে না লোহা।।
কলমে: গোলাম মোস্তফা