মনসুর আহামেদ,নিজস্ব প্রতিবেদক গাজীপুরঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের সমন্বয়ে আজ ১৩ আগষ্ট কোনাবাড়ি বাজারে বেলা ১২ টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতটি নিষিদ্ধ পলিথিন দোকানে অভিযান চালিয়ে ৮৬ বস্তা প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ আশিকুর রহমান।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মোঃ মমিন ভূইয়া, পরিদর্শক মোঃশেখ মোজাহিদ সহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এছাড়া নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদ করার দায়ে দোকান মালিক (১)মোঃ শাহীন (২)মোঃ রাজু আহম্মেদ (৩)মোঃ কামাল (৪)মোঃ কামরুল (৫) মোঃ সেলিম (৬)মোঃ হাফিজ (৭)মোঃ মামুন এদের নগদ ত্রিশ(৩০) হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রয় হচ্ছে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
গাজীপুর নিউজ২৪/সোহেল-রানা