মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা ও কুশাইকুড়া গ্রামের পৃথক ভাবে ২ শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ১০আগস্ট সোমবার এ ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জারুলতলা গ্রামের নয়ন নকরেকের শিশু কন্যা রুনাল রাংশা (২)কে সকালে নিজ বাড়ীর পার্শ্বের পুকুরের পানিতে পাড়ে থাকতে দেখে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার রুনাল রাংশাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই দিন বিকেলে কুশাইকুড়া গ্রামের রমজান আলীর দেড় বছরের শিশু পুত্র শাহিন নিজ বসত বাড়ীর পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।
বিষয়টি তার মা জানতে পেরে মৃত অবস্থায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। ঝিনাইগাতী থানার এসআই হারুন ও আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।