গতকাল শেষ হল ১৪ তম এশিয়া কাপ।ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৭ম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত এবং তৃতীয়বারের মতো স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের বিপক্ষে ২২২ রান সল্প পুজি সংগ্রহ করলেও তা চেস করতে শক্তিশালী ভারতের খেলতে হয়েছে শেষ ওভারের শেষ বল পর্যন্ত।তাই টাইগারদেরই অবশ্যই প্রশংসার প্রাপ্য। আর তা মোটেও ভুল করলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসায় ভাসালেন তিনি।গতকাল ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো দল।
মাশরাফি সবসময়ই সতেজ। তবে এ ধরনের ম্যাচ জিততে হলে দলের বাকি খেলোয়াড়দেরও ভালো পারফর্ম করতে হয়। যাহোক, তাদের কৃতিত্ব দিতেই হবে। সর্বোপরি, তারা দারুণ খেলেছে।’পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা। রোহিত বলেন, ‘গোটা টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেই পুরস্কারই পেলাম। আমরা আমাদের বেষ্ট পারফর্ম দেখাতে পেরেছি। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে ভালো লাগে। ছেলেদের কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে, টুর্নামেন্টে হ্যাপি এন্ডিং টেনেছে।’