নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ইউনিম্যাক্স টেক্সটাইলস লিমিটেডের বয়লার রুমে আগুনের ঘটনা ঘটেছে।গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ইউনিম্যাক্স টেক্সটাইলস লিমিটেডের বয়লার রুমে বয়লার সেটিং করার সময় দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।তিনি আরো জানান, আগুনে ওই রুম, বয়লার, ফার্নেস অয়েল ও মেশিনপত্র পুড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।